একটি শিশুর Brain Development এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউট্রিশন। সঠিক নিউট্রিশন ও লাইফ স্টাইলের পাশাপাশি পিতামাতাদের আরো কিছু পদক্ষেপ নেয়া উচিত যা তাদের সন্তানদের IQ লেভেল বৃদ্ধি করে। এগুলোর মধ্যে অন্যতম হলো Problem Solving Skill & Critical Thinking. উন্নত দেশগুলোতে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চীন বা জাপানেও শিশুদের Problem Solving Skill এর ওপর অনেক গুরুত্ব দেয়া হয়।
আজ আমরা আপনাদের সামনে কিছু work sheet তুলে ধরবো। আপনাদের সুবিধার্তে এগুলো PDF ফরমেটে দেয়া হচ্ছে যাতে করে আপনারা সহজেই এগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন।
1. Flag Work Sheet:
ওয়ার্কশীটটিতে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকার ছবি রয়েছে। প্রথমে আপনার ছোট্ট সোনামনিকে এগুলো কোন কোন দেশের পতাকা তা শিক্ষা দিন। একটি কেচি দিয়ে প্রতিটি পতাকা আলাদা করে কেটে পড়ার টেবিল বা মেঝের ওপর একসাথে রাখুন। এরপর শিশুর সামনে একটি একটি করে পতাকার নাম বলুন এবং তাকে উঠাতে বলুন।
Instruction:
শিশুকে খুঁজে বার করতে বলুন বাংলাদেশের পতাকা কোনটি? এরপর সে উঠিয়ে দেখাবে বাংলাদেশের পতাকা।
এভাবে আস্তে আস্তে ভারত, চীন, আমেরিকা এবং ইংল্যান্ডের পতাকা তাকে খুঁজে বার করতে বলুন।
2. Geographical Land Forms:
আপনার শিশুর সামনে এই Land Form ওয়ার্কশীটটি উপস্থাপন করুন। এখানে ৫ টি land form এর নাম ও ছবি দেয়া আছে। land form গুলোর নাম সম্পর্কে প্রথমে তাকে শিখিয়ে দিন। এরপর শিশুকে প্রতিটি ছবির নিচে নির্দিষ্ট land form টির নাম লিখতে বলুন।
ছবির বাম দিক থেকে শুরু করে প্রথম land form টি HILLS , দ্বিতীয়টি MOUNTAIN, মাঝখানেরটি VOLCANO , চতুর্থটি PLAIN এবং ৫ম টি CANYON .
3.Match the foods with country flags:
নিচের ছবির বাম দিকে ৪ রকমের খাবারের ছবি এবং ডান পাশে ৪ টি পতাকা দেখানো হয়েছে। এবার আপনার শিশুকে খাবারগুলোর সাথে পতাকাগুলো মিলাতে হবে। যেমন: SUSHI খাবারটি Japan থেকে এসেছে। তাই SUSHI এর সাথে JAPAN এর পতাকাটি মিলাতে শিখান। তেমনি ভাবে PIZZA , RICE এবং FRIED CHICKEN এর সাথে অন্য পতাকাগুলো মিলাতে শিখান।
4. Geographical Water Body:
ছবিতে ৪ টি প্রাকৃতিক water body এর নাম ও ছবি দেখানো হয়েছে। Water body গুলোর নাম সম্পর্কে প্রথমে শিশুকে শিখিয়ে দিন। এরপর তাকে প্রতিটি ছবির নিচে নির্ধারিত স্থানে নির্দিষ্ট water body টির নাম লিখতে বলুন।
ছবির বাম থেকে শুরু করে প্রথম water body টি Stream , দ্বিতীয়টি Lake ,তৃতীয়টি Pond , চতুর্থটি OCEAN
5. Match the structures with flags:
নিচের ছবিতে বাম পাশে পৃথিবীর বিখ্যাত ৪ টি আর্কিটেকচারাল স্ট্রাকচারের ছবি ও ডান পাশে ৪ টি দেশের পতাকা দেখানো হয়েছে। এবার আপনার সন্তানকে স্ট্রাকচারগুলোর সাথে পতাকাগুলো মিলাতে বলুন। যেমন: Statue of Liberty অবস্থিত United States of America তে। তাই Statue of Liberty এর সাথে United States of America এর পতাকা মিলানো হয়েছে। .এভাবে বাকি সব স্ট্রাকচার ও পতাকাগুলো মিলাতে শিখান।
Benefits :
১. ছোট থেকেই শিশুরা geography, world এবং বিভিন্ন দেশের পতাকা সম্পর্কে একটি ধারণা পাবে।
২. শিশুদের কৌতূহলী করে তুলে।
৩. Problem Solving ও critical thinking Skill বৃদ্ধি করে।
৪. শব্দ ভান্ডার বৃদ্ধি করে
Very good idea