শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ৪টি গুরুত্বপূর্ণ খেলা

প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়া। এতে শিশুদের দৃষ্টিভঙ্গির প্রসার হয়। তবে সপ্তাহের বেশির ভাগ দিনগুলোতেই শিশুদের বাসায় থাকা হয়। আর আমাদের শহরের বাসাগুলো এতটাই বদ্ধ যে শিশুদের ঠিকমতো দম ফেলার ব্যবস্থা নেই।  তাই অভিভাবকদের উচিত হবে বাচ্চাদের জন্য বাসার পরিবেশ উপভোগ্য করে তোলা।  

আজ আমরা ৪টি মজাদার এক্টিভিটি সম্পর্কে আলোচনা করবো যা আপনার সন্তানকে বেশ আনন্দ দিবে। এই এক্টিভিটিগুলো শুধু এন্টারটেইনিংই না, বরং এগুলো আপনার শিশুকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে। 

 

টেন্ট হাউস:

আমাদের সন্তানের ১২ মাস হবার পরই আমরা কার টেন্ট হাউস টি কিনেছিলাম। সন্তানের সাথে আমরাও এটি দিয়ে খেলতে বেশ উপভোগ করি। টেন্ট হাউসটিতে ৫০ পিস্ প্লাস্টিকের রঙিন বল রয়েছে, যেমন: লাল, সবুজ, হলুদ এবং কমলা। বাচ্চারা টেন্ট হাউসটির ভেতর এই বল গুলো নিয়ে খেলতে বেশ পছন্দ করে। টেন্ট হাউসটির বাইরেও শিশুরা এই বল গুলো নিয়ে খেলতে পারে। টেন্ট হাউস টিতে একটি চেন সিস্টেম রয়েছে, এবং এই চেইনের মাধ্যমে টেন্ট হাউসের ডোর বা দরজাটি বন্ধ করা যায়। খেলার পর টেন্ট হাউসটি ফোল্ড করে রাখা যায় এবং এটি রাখার জন্য বেশি জায়গার প্রয়োজন হয়না।  

কবে আপনার সন্তানকে এই টেন্ট হাউসটি দিবেন: ১২ মাস +

উপকারিতা:

.এটি বেশ এন্টারটেইনিং এবং শিশুরা বেশ উপভোগ করে।  

. শিশুদের কৌতূহলী করে তুলে।  

. শব্দভাণ্ডার বৃদ্ধি করে। টেন্ট হাউস বিভিন্ন রঙের বল রয়েছে।  আপনি খেলার সাথে সাথে বাচ্চাকে এই রং গুলো সম্পর্কেও শিখাতে পারেন।  

. সৃজনশীলতা বৃদ্ধি করে। 

পুশ কার:

আমাদের ছেলের বছর হবার পর আমরা এই পুশ কারটি কিনি। বাংলাদেশে পণ্যটি চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং এগুলো লাল, নীল বা হলুদ রঙের হয়ে থাকে। যাদের বাসায় বড় ছাদ বা বারান্দা রয়েছে তাদের জন্য এই খেলনাটি পারফেক্ট। অবশ্য ফ্ল্যাটের ড্রয়িং রুমেও এই পুশ কারটি চালানো যায়। 

 শিশুদের বসার জন্য এতে একটি সিট বেল্ট রয়েছে। পুশ কারে একটি হর্নও রয়েছে।  হর্ন বাটনটি চাপ দিলে মিউজিক বাজে।  আমাদের সন্তান এই মিউজিকটি বারবার বাজাতে পছন্দ করে। পুশ কারটির পেছনে একটি হ্যান্ডেল রয়েছে, যার সাহায্যে গাড়িটি সামনে , পেছনে, ডানে বা বামে মুভ করানো যায়।  বাচ্চা গাড়িতে বসে থাকবে, আর বাবামা এই হ্যান্ডেলের মাধ্যমে এই গাড়িটি পুশ করবে।  

বয়স: বছর +

উপকারিতা:

. এই সহজে বহনযোগ্য।

. মোটর স্কিলের বিকাশ ঘটায়।  

. এই রাখতে বেশি জায়গার প্রয়োজন হয়না। 

ফ্ল্যাশ কার্ডস:

ফ্ল্যাশকার্ড শিশুদের পছন্দের জিনিসগুলোর মধ্যে একটি। শিশুরা এগুলো নিয়ে খেলতে বেশ উপভোগ করে। আমাদের শিশুর ১ বছর বয়স থেকেই বিভিন্ন ধরণের ফ্ল্যাশকার্ডস এর সাথে পরিচয় করিয়েছি। একটি গবেষণা অনুযায়ী, বাচ্চাদের বিভিন্ন শব্দের সাথে পরিচয় করিয়ে দেওয়া ইংরেজি শেখার প্রথম পদক্ষেপ। আপনার সন্তানের শব্দভান্ডার বৃদ্ধির বিষয়টি স্কুলে তাদের সামগ্রিক সাফল্যের সাথে সরাসরি সম্পর্কিত বলে মনে করা হয় । আপনি তাদের শরীরের বিভিন্ন অঙ্গ, রঙ, সংখ্যা, ফল, শাকসব্জী এবং প্রাণীর নাম শেখাতে পারেন।
বয়স: ১ বছর+
ফ্ল্যাশকার্ড টি কিনতে এই লিংকটি ক্লিক করুন: https://www.rokomari.com/product/216448/fruit-flashcard—23-cards

উপকারিতা:

. শিশুদের শব্দ ভান্ডার বৃদ্ধি করে। 

. দ্রুত ইংরেজি ভাষা শিখতে সহায়তা করে।  

. জ্ঞানের বিকাশ ঘটায়। 

. চিন্তা শক্তি বৃদ্ধি করে: ফ্ল্যাশ কার্ডগুলি মেঝে বা কোনো পৃষ্ঠের ওপর রাখুন। শব্দগুলি উচ্চারণ করুন এবং সঠিক ফ্ল্যাশ কার্ডটি খুঁজে বার করতে বাচ্চাদের উৎসাহিত করুন। এভাবে এটি তাদের চিন্তা শক্তি বৃদ্ধি করে।  

. মোটর দক্ষতা বিকাশে সহায়তা করে।  

৬.ফ্ল্যাশকার্ডগুলো শিশুদের খেলনা হিসেবেও ব্যবহার করতে পারেন।  বেশিরভাগ বাচ্চাই খাবার সময় বিরক্ত করে এবং খাবার খেতে চায়না। তখন স্মার্টফোন না দিয়ে ওদের হাতে ফ্ল্যাশকার্ডগুলো তুলে দিতে পারেন।  আমরা আমাদের সন্তানকে খাবানোর সময় এই পদ্ধতি অনুসরণ করে থাকি এবং এটি বেশ কার্যকর। 

৭. শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে।  

৮. সৃজনশীলতা বৃদ্ধি করে।  

ট্রাই সাইকেল:

শিশুদের আউটডোর এক্টিভিটির গুলোর মধ্যে সাইক্লিং অন্যতম। শিশুরা সবাই সাইকেল খুব পছন্দ করে। বাড়ির ছাদ, উঠান, বারান্দা বা ফ্ল্যাটের ড্রয়িং রুমেও বাচ্চারা সাইকেল চালাতে পারে। এই সাইকেল গুলোর প্লাষ্টিক খুব শক্ত এবং টেকসই।  ফলে শিশুরা অনায়াসে অনেকদিন পর্যন্ত এই সাইকেল ব্যবহার করতে পারে। সাইকেলটিতে একটি মিউজিক বাটন রয়েছে , যাতে চাপ দিলে মিউজিক বাজে।

উপকারিতা:

১. শিশুদের ফিটনেস লেভেল বৃদ্ধি করে।  

২. এই বেশ এন্টারটেইনিং এবং বাচ্চারা খুব উপভোগ করে।  

৩. মাংস পেশী বৃদ্ধি করে।  

৪. হার্ট এবং ফুসফুস সুস্থ রাখে।  

৫. শিশুদের হাড় শক্তিশালী করে।  

৬. আত্মবিশ্বাসী করে তুলে। 

৭. শিশুদের স্ট্রেস কমায়। 

বাড়িতে বদ্ধ পরিবেশে শিশুদের শারীরিক মানসিক বিকাশ ঠিক ভাবে হয়না।  তাই বাচ্চাদের এইসব এক্টিভিটি বা ক্রিয়াকলাপে নিয়োজিত রাখতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *